কালা পাহাড়
দৃশ্যপটঃ
হ্যাঁ, ঠিকই বলছি পাহাড়টার নাম কালা পাহাড় । নামটা শুনে হয়তবা একটু অবাকই হবেন যে কালা পাহাড় তার মানে কি পাহাড়টা দেখতে একদমই কালো? না না, পাহাড়টা দেখতে একদমই কালো না, বরং বলতে পারেন কালো সবুজ, মানে সবুজে আছন্ন বিশাল বিশাল পাহাড় গুলোকে দূর থেকে বেশ কালো কালো ই মনে হয়।
আর -হ্যাঁ আজ আপনাদের যে পাহাড়টির কথা বলছি এটি হচ্ছে বৃহত্তর সিলেটের সবচেয়ে বড় পাহাড়। সিলেট হচ্ছে এমন একটি বিভাগ যা কিনা ধারণ করে আছে দেশের সব থেকে বেশি দর্শনীয় স্থান।আর সেই দর্শনীয় স্থানগুলোর মধ্যে প্রথমেই চলে আসবে ( জাফ্লং, বিচানাকান্দি, রাতারগুলের ) মত সব জায়গা। তবে পাহাড়টির হয়ত খুব বড় একটি পাহাড় না (১০৯৮ ফিট )কিন্তু আপনি এই পাহাড়টা সামিত করতে চাইলে আপনাকে নামতে হবে এক রোমাঞ্চকর পদযাত্রায় । আর আপনার এই পদযাত্রায় প্রাকৃতিক সঙ্গী হবে বিশাল বিশাল চা বাগান, মাঝারি আকারের টিলা, উঁচু উঁচু ৮ থেকে ৯ টি বাশের সাকো, গহীন আরণ্য, মাঝারি আকারের বেশ কয়েকটি খাল, পাখির কলকাকলি, আর চারপাশের মনমুগ্ধ সবুজ।
দরকারি তথ্যঃ
কালা পাহাড়ে যাওয়ার আগে সবার আগে যেতে লেম্বু দার কাছে। আর এই লেম্বু দা ই হচ্ছে ঐ পাহাড়ি এলাকা এর লিডার। লেম্বু দার কাছে যেতে হলে আপনাদের দরকার হবে এক জন গাইড, আর এই গাইড ই আপনাদের নিয়ে যাবে লেম্বু দার কাছে। চাইলে লেম্বু দা কে বলতে পারেন গাইড এর মূল্য নির্ধারণ করে দিতে, কারণ তিনি বেশ কমেই গাইড ঠিক করে দিবেন। আপনাদের সুবিধার জন্য এক জন গাইডের নাম, মোবাইল নাম্বার এবং তার একটি ছবি দেওয়া হল।
![]() |
লেম্বুদার চাইনিজ কমলা গাছ |
![]() |
গাইড (খুবই ভালো একজন মানুষ) |
গাইডের নামঃ মখলেস ভাই।
গাইডের মোবাইল নাম্বারঃ ০১৭৬২-৪০৮১৯৪
সতর্কতাঃ
১। কমপক্ষে ৬-৭ ঘণ্টা হাটার মানসিকতা নিয়ে যান।
২। ভালো করে খেয়ে যান আর বেশ কিছু শুকনো খাবার নিয়ে যান।
৩। জন প্রতি কমপক্ষে ৩ লিটার করে পানি নিয়ে যান।
৪। গামছা বা তোয়ালে নিন।
৫। গ্লুকস বা স্যালাইন নিন।
৬। আর হ্যাঁ প্রয়োজন বুঝে বাকি জিনিস নিন।
২। ভালো করে খেয়ে যান আর বেশ কিছু শুকনো খাবার নিয়ে যান।
৩। জন প্রতি কমপক্ষে ৩ লিটার করে পানি নিয়ে যান।
৪। গামছা বা তোয়ালে নিন।
৫। গ্লুকস বা স্যালাইন নিন।
৬। আর হ্যাঁ প্রয়োজন বুঝে বাকি জিনিস নিন।
ট্র্যাকিং এর সুরুতে যুদিও তেমন কষ্ট হবে না কিন্তু লাস্ট ১.৩০ ঘণ্টা একদকম খাঁড়া পাহাড় তাই সাবধানে উঠা-নামা করবেন।
যেভাবে যাবেনঃ
---- প্রথমে ঢাকা থেকে সিলেটের কুলাউরা। (বাস/ ট্রেন)
--- কুলাউরা থেকে কালা পাহাড়ের উদ্দেশে লেম্বু দার চা বাগান।
--- আর গাইড ই আপনাদের এখান থেকে নিয়ে যাবে লেম্বু দার বাড়ি। (আগেই গাইড এর সাথে কথা বলে যাবেন)
--- লেম্বু দার বাড়িতে হাল্কা রেস্ট নিয়ে সোজা কালা পাহাড় যাত্রা।
--- কুলাউরা থেকে কালা পাহাড়ের উদ্দেশে লেম্বু দার চা বাগান।
--- আর গাইড ই আপনাদের এখান থেকে নিয়ে যাবে লেম্বু দার বাড়ি। (আগেই গাইড এর সাথে কথা বলে যাবেন)
--- লেম্বু দার বাড়িতে হাল্কা রেস্ট নিয়ে সোজা কালা পাহাড় যাত্রা।
কালা পাহাড় ঘুরে আসা ট্রাভেলারদের পাঠানো কিছু ছবি দেয়া হল-
বি দ্রঃ
"কেউ যদি কালা পাহাড় ভ্রমণ করে থাকেন তবে কমেন্ট করে অনুভূতি শেয়ার করবেন ।"